4. নামাযের ভুলভ্রান্তি
ভুলভ্রান্তি হলে কি করণীয়
আবূ হুরাইরা (রাঃ) রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (এমনও হয়) তোমাদের কেউ যখন নামাযে দাঁড়ায় তখন শয়তান উপস্থিত হয়; অতঃপর তার উপর ইলতিবাস [১] সৃষ্টি করে। ফলে সে কত রাক’আত পড়েছে তা স্মরণ করতে পারে না। তোমাদের কেউ এইরূপ অবস্থার সম্মুখীন হলে তবে সে যেন বসা অবস্থায়ই দুটি (সহু) সিজদা করে নেয়। (বুখারী ১২৩২, মুসলিম ৩৮৯) মালিক (র) তাঁর কাছে হাদীস পৌঁছেছে যে, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ভুলে থাকি অথবা ভুলিয়ে দেয়া হয় এজন্য, যেন আমি হুকুম বা বিধান বর্ণনা করি। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন) মালিক (র) এক ব্যক্তি কাসিম ইবনু মুহাম্মাদ (র)-কে প্রশ্ন করল আমি আমার নামাযে সন্দেহে (ওহমে) লিপ্ত হই এবং ইহা আমার প্রায়ই ঘটে থাকে। কাসিম (র) উত্তর দিলেন তুমি নামায (সমাপ্ত হওয়া পর্যন্ত) পড়তে থাক, শয়তান তোমাকে ছেড়ে যাবে না যতক্ষণ তুমি নামায সমাপ্ত করে এটা না বলবে, ‘আমি নামায সমাপ্ত করিনি।’ (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)