বুলুগুল মারাম
বইয়ের নাম : বুলগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম সংকলক : শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী মোট হাদীস সংখ্যা : ১৫৬৮ টি প্রকাশনী : তাওহীদ পাবলিকেশন্স সম্পাদনা পরিষদঃ ড. আব্দুল্লাহ ফারুক সালাফী মুহাম্মাদ ইবরাহীম আল-মাদানী অধ্যাপক মোহাম্মাদ মোজাম্মেল হক আল-আমীন বিন ইউসুফ হাফেয রায়হান কাবীর হাফেয উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ আল-মাদানী হাফেয আবূ সাঈদ বিন শামসুদ্দীন আল-মাদানী আব্দুল হাই বিন শায়খ আশফাকুর রহমান নাজিবুল্লাহ বিন সানাউল্লাহ বিববণ : বুলুগুল মারাম এমন একটি বিখ্যাত গ্রন্থ যেটি মধ্যপ্রাচ্য সহ প্রায় সকল ইসলামিক বিশ্ববিদ্যায়লের পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত। এর সংকলক ইবনু হাজার আসকালানী তাঁর গ্রন্থের ভূমিকায় বলেন, এই গ্রন্থটি দ্বীন ইসলামের শর’ঈয়তের হুকুম আহকাম সম্বলিত সংক্ষিপ্ত সংকলন। এমন এক উন্নত ধারাতে একে আমি সাজিয়েছি যে, এর আয়ত্বকারী তাঁর সমসাময়িকদের মাঝে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবে, প্রথমিক শিক্ষার্থীরা এর সাহায্য লাভে সক্ষম হবে এবং উচ্চতর জ্ঞানান্বেষকারীগণও এর থেকে সাহায্য গ্রহণের ব্যাপারে অমুখাপেক্ষী হতে পারবে না।